যেখানে আছি –
আকাশ ভরা তারা, জাস্ট পেছনে মেঘালয়ের পাহাড় খাড়া উঠে গেছে, মাঝে মাঝে এই বাজারে হরিন আর হাতি বেড়াতে চলে আসে! একটু সামনেই অনন্ত হাওড় শুরু। বাংলাদেশের মধ্যে এত সুন্দর জায়গা এত সরল মানুষ কম ই আছে।
শুধু সুনামগঞ্জ থেকে আসার পথ টা ওলমোস্ট এমন! কয়েকটা ইন্ডিয়ার পাহাড় থেকে নেমে আসা ঝিরির উপর ক্রস করেছি সাইকেল কাধে নিয়ে। ৩৮ কিলো পথ পার হতে পরিশ্রম হয়েছে ১৫০ কিলো র মত। পাথরের উপর সাইকেল মৃগী রোগীর মত থর থর করে কাপে!
রাস্তা হয়ত একদিন পাকা হয়ে যাবে। কিন্তু এই কস্টের শেষে এই চিল ফিলিংস টা আর থাকবে না।
এই রাত অসম্ভব সুন্দর!
12/08/2015
# লিখেছেন: নিয়াজ মোর্শেদ