লায়ন সাইকেল যেসব ব্র্যান্ড ইম্পোরট করে –
ট্রেক – অরিজিন আমেরিকা, ১৯৭৬ সাল থেকে **
ঘোস্ট – অরিজিন জার্মানি, ১৯৯৩ সাল থেকে
জিটি – অরিজিন আমেরিকা, ১৯৭২ সালে থেকে
মেরিডা – অরিজিন তাইওয়ান, ১৯৭২ সাল থেকে
আপল্যান্ড – অরিজিন চায়না
ফক্সটার – অরিজিন চায়না
ফিনিক্স – অরিজিন সাংহাই, চায়না ১৯৫৮
কমব্যাট – অরিজিন চায়না
লায়নের নিজস্ব ব্র্যান্ড –
কোর – অরিজিন বাংলাদেশ, মেইড ইন চায়না, ২০১৩ থেকে
নেক্রো – অরিজিন বাংলাদেশ, মেইন ইন চায়না, ২০১৪ থেকে
সাইকেল লাইফ এক্সক্লুসিভ যেসব ব্র্যান্ড বিক্রি করে –
র্যালে – অরিজিন যুক্তরাজ্য, ১৮৮৯ সাল থেকে। ম্যানুফাকচারড বাই মেঘনা গ্রুপ
ডায়মন্ডব্যাক – অরিজিন আমেরিকা, ১৯৭৭ সাল থেকে, ম্যানুফ্যাকচারড বাই মেঘনা গ্রুপ
কায়োটি – অরিজিন যুক্তরাজ্য, ম্যানুফ্যাকচারড বাই মেঘনা গ্রুপ
সারাসেন – অরিজিন যুক্তরাজ্য, ১৯৮৩ সাল থেকে, ম্যানুফ্যাকচারড বাই মেঘনা গ্রুপ (এন্ট্রি লেভেল মডেল)
ভাইকিং – অরিজিন যুক্তরাজ্য, ১৯৩৯ সাল থেকে, ম্যানুফ্যাকচারড বাই মেঘনা গ্রুপ
মাডি ফক্স – অরিজিন যুক্তরাজ্য, ১৯৮০ সাল থেকে ম্যানুফ্যাকচারড বাই মেঘনা গ্রুপ
ইন্ডিগো – অরিজিন যুক্তরাজ্য, ম্যানুফ্যাকচারড বাই মেঘনা গ্রুপ
সাইকেল লাইফ ও সাইকেল লাইফ এক্সক্লুসিভের নিজস্ব ব্র্যান্ড –
ভেলোস – অরিজিন বাংলাদেশ, ২০১৪ থেকে, ম্যানুফ্যাকচারড বাই মেঘনা গ্রুপ
প্রিন্স – অরিজিন বাংলাদেশ, ২০১১ থেকে, ম্যানুফ্যাকচারড বাই মেঘনা গ্রুপ
জি এস ইম্পেক্স ইম্পোরট করে –
কেলিস – অরিজিন আমেরিকা, ১৯৯১ সাল থেকে
টোটেম – অরিজিন চায়না
স্কট – অরিজিন সুইজারল্যান্ড, ১৯৫৮ সাল থেকে
রক মেশিন – অরিজিন কানাডা, ১৯৮৬ সাল থেকে
মাস্টার হুইলস ইম্পোরট করে –
বিয়াঙ্কি – অরিজিন ইতালি, ১৮৮৫ সালে থেকে
মাস্টার হুইলস এর নিজস্ব ব্র্যান্ড –
মাস্তাং – অরিজিন বাংলাদেশ, মেইড ইন চায়না, ২০১৫ সাল থেকে
বাইক হাউজ ইম্পোরট করে –
ফরম্যাট – অরিজিন রাশিয়া
এক্সিট সাইকেল ইম্পোরট করে –
মোঙ্গুজ – অরিজিন আমেরিকা, ১৯৭৪ সাল থেকে
ক্যাননডেল – অরিজিন আমেরিকা, ১৯৭১ সাল থেকে
বাইসাইকেল শপ বিডি ইম্পোরট করে
জায়ান্ট – অরিজিন তাইওয়ান, ১৯৭২ সাল থেকে
বংশালে সিরাজ সাইকেল ও রহমান ট্রেডারস ইম্পোরট করে
হিরো – অরিজিন পাঞ্জাব, ভারত, ১৯৫৬ সালে থেকে
প্রাণ – আর এফ এল এর নিজস্ব ব্র্যান্ড
দুরন্ত – অরিজিন বাংলাদেশ, ম্যানুফ্যাকচারড বাই প্রাণ আর এফ এল
———————————————-
ঢাকায় এই মুহূর্তে বিদেশী ও দেশী ব্র্যান্ড মিলে মোট ২৮ টি বাইকের ব্র্যান্ড পাওয়া যাচ্ছে।
এই পোস্টে শুধু মাত্র অথেনটিক ও রিকমেন্ডেড ব্র্যান্ড এর তথ্য দেওয়া হয়েছে, এই ব্র্যান্ড গুলো ছাড়াও অনেক চাইনীজ ব্র্যান্ড বংশালের মার্কেটে পাওয়া গেলেও সেগুল রিকমেন্ডেড ও লেজিট ব্র্যান্ড নয়। (আমার ব্যাক্তিগত মতামত)।
চার বছর আগেও উপরের শুধু মাত্র হিরো সাইকেল ছাড়া আর কোন সাইকেল পাওয়া যেত না। আর এখন এই পোস্ট লিখতে বসে আমার হাত ব্যাথা হয়ে গেছে ব্র্যান্ডের লিস্ট করতে যেয়ে !!
** ব্র্যান্ডের পাশের উল্লেখ্য সাল গুলো উক্ত ব্র্যান্ডের জন্মসাল