বিশ্ব সাইক্লিং এর নিয়ন্ত্রণকারী সংস্থা UCI প্রতিবছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এর আয়োজন করে। মোটামুটি সব ধরণের ইভেন্ট রোড রেস, টাইম ট্রায়াল, সাইক্লো ক্রস, মাউন্টেন বাইকিং, বিএমএক্স সব ক্যাটাগরিতে খেলা হয়। ২০১৫ সালের World Championship সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
প্রত্যেক ইভেন্ট এ জয়ী সাইক্লিস্ট ছবির মত রেইনবো জার্সি পরবে (UCI এর লোগোতে রেইনবো আছে)। সামনের বছর আবার এই ইভেন্ট না হওয়া পর্যন্ত সে যে টিমেই থাকুক না কেন জার্সিতে রেইনবো থাকবে এবং এই ইভেন্ট এর সব ধরণের রেসেই এই জার্সি পরে খেলবে।
অনেক সময় তার স্পন্সর সাইকেল কোম্পানি তার সাইকেলটিও কাস্টম রেইনবো কালার করে দেয়।
কোন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যখন সাবেক হয়ে যায় তখন জার্সির হাতা বা কলারে রেইনবো স্ট্রাইপ থাকবে আর সাইকেলের কোন এক জায়গায় ছোট করে থাকতে পারে।
আর এ পুরো ব্যাপারটিই বিশাল সম্মানের।
ছবির সাইক্লিস্ট : Michal Kwiatkowski, ২০১৪ রোড রেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন
টিম: Etixx Quick Step
দেশ: পোল্যান্ড
এইতো গেলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এর কথা আর আজ বলবো ন্যাশনাল চ্যাম্পিয়ন এর কথা।
বিভিন্ন দেশের ন্যাশনাল সাইক্লিং ফেডারেশন প্রতিবছর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আয়োজন করে থাকে। রোড রেস, টাইম ট্রায়াল, সাইক্লো ক্রস, মাউন্টেন বাইকিং, বিএমএক্স, ট্র্যাক সব ক্যাটাগরিতে।
পরের বছর আবার এই ইভেন্ট না হওয়া পর্যন্ত সে যে টিমেই থাকুক না কেন জার্সিতে দেশের পতাকার ডিজাইন থাকবে কিংবা দেশের পতাকার ডিজাইনের আদলে জার্সি বানানো হবে এবং এই ইভেন্ট এর সব ধরণের রেসেই এই জার্সি পরে সেই সাইক্লিস্ট খেলবে।
বিশ্ব চ্যাম্পিয়নের মতই কোন ন্যাশনাল চ্যাম্পিয়ন যখন সাবেক হয়ে যায় তখন জার্সিরর হাতা বা কলারে পতাকার স্ট্রাইপ থাকবে আর সাইকেলের কোন এক জায়গায় ছোট করে থাকতে পারে।
অনেক সময় তার স্পন্সর সাইকেল কোম্পানি তার সাইকেল টিও কাস্টম কালার করে দেয়।
অভাগা আমাদের দেশের সাইক্লিং ফেডারেশন এমন আয়োজন করেনা (আমার জানামতে) তাই লাল-সবুজের পতাকা কারও জার্সি তে নেই।
ছবির সাইক্লিস্ট যথাক্রমে
১। Niki Terpstra, ডাচ রোড রেস ২০১৫ ন্যাশনাল চ্যাম্পিয়ন
২। Peter Sagan, স্লোভাকিয়ান রোড রেস ২০১৫ ন্যাশনাল চ্যাম্পিয়ন
৩। Bradley Wiggins, ব্রিটিশ ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়াল ২০১৪ ন্যাশনাল চ্যাম্পিয়ন
# লিখেছেনঃ Md Rashedul Islam
# প্রথম প্রকাশঃ বিডিসাইক্লিস্টস গ্রুপে
# ফিচার্ড ইমেজ কৃতজ্ঞতাঃ tour-de-france অফিসিয়াল